ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩১ |
২৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

৫০০ টাকায় মোটরসাইকেল চালানো শেখাচ্ছে ইয়ামাহা

৫০০ টাকায় মোটরসাইকেল চালানো শেখাচ্ছে ইয়ামাহা
৫০০ টাকায় মোটরসাইকেল চালানো শেখাচ্ছে ইয়ামাহা

যারা মোটরসাইকেল চালাতে পারেন না তাদেরকে শেখানোর উদ্যোগ নিয়েছে ইয়ামাহা। ঢাকা ও ফরিদপুরে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকায় রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা। ফরিদপুরে মাত্র ৫০০ টাকা।

ইয়ামাহার দেশীয় পরিবেশক এসিআই মোটরস লিমিটেড এই উদ্যোগ নিয়েছে।

ইয়ামাহা রাইডিং একাডেমি থেকে এই প্রশিক্ষণ চলবে। প্রতি শুক্র এবং শনিবার নারী ও পুরুষদের জন্য রাইডিং ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে নারী ও ‍পুরুষদের জন্য আলাদা ট্রেইনার, ভলেন্টিয়ার এবং ট্রেইনিং গ্রাউন্ডের ব্যবস্থা রয়েছে।

এই ট্রেনিং এ মোটরসাইকেল রাইডিংসহ সড়ক আইন এবং রাইডিং রুলস বিষয়ে শেখানো হবে।

এতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রোগ্রামে রেজিস্ট্রেশনকৃত সকলকে এই ট্রেইনিং ইভেন্টে পর্যায়ক্রমে যুক্ত করা হবে। তাদের ট্রেইনিংয়ের সময় জানিয়ে, ই-মেইল, এসএমএস ও মোবাইল ফোনে কল করে কনফার্ম করা হবে।

রাইডিং ট্রেনিংটি শুধুমাত্র ঢাকা এবং ফরিদপুরে পরিচালনা করা হচ্ছে।

ঢাকা ও ফরিদপুরে ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন এই লিংকে

সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা।

ঢাকার ভেন্যু বিজি প্রেস গ্রাউন্ড, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা।

এই ইভেন্টে অংশগ্রহণকারীদের জুতা ব্যবহার করা আবশ্যক। অংশগ্রহণকারীকে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে।

মোটরসাইকেল,ইয়ামাহা,মোটরসাইকেল শেখা,ইয়ামাহা রাইডিং একাডেমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention