ঢাকা | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাজারে আসছে হুস্কভার্ণা স্ভার্থপিলেন ২০০ বিএস৬

বাজারে আসছে হুস্কভার্ণা স্ভার্থপিলেন ২০০ বিএস৬
হুস্কভার্ণা স্ভার্থপিলেন ২০০ বিএস৬

হুস্কভার্ণা স্ভার্থপিলেন ২০০ বিএস৬ বাইকটি স্ভার্থপিলেন বাইকের একটি মিড ভেরিয়েন্টের বাইক। যার ভিন্নধর্মী ডিজাইন সবার থেকে আলাদা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে । সচরাচর এমন লুকিং প্রায় নেই বললেই চলে। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক এই বাইকটির।

হুস্কভার্ণা স্ভার্থপিলেন ২০০ বিএস৬ বাইকটির বডি টাইপ হবে স্পোর্টস ন্যাকেড বাইক। সিঙ্গেল টাইপের সিট হবে উক্ত বাইকটির। এটির স্পিডোমিটার, ট্রিপ মিটার ,কনসো্‌ল, ওডোমিটার হবে ডিজিটাল। এই বাইকটির সামনের এবং পিছনের ব্রেক হবে ডিস্ক ব্রেক । সেলফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। এছাড়া এই বাইকটির ইঞ্জিন টাইপ হবে লিকুইড কুলড এবং ৯৯৯.৫ সিসি এর ইঞ্জিন হবে এটির। এমিসন টাইপ হবে বিএস৬। এছাড়া এই ইকটির সর্ব্বোচ্চ পাওয়ার : ২৫.৮। বোরঃ ৭২ মিলিমিটার, স্ট্রোকঃ ৪৯ মিলিমিটার। ৬ টি গিয়ার থাকবে এই বাইকটিতে । উক্ত বাইকটিতে থাকবে টিউবলেস টায়ার। তাছাড়া উক্ত বাইকটির সিট হাইট হবে ৮৩৫ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সঃ ১৪৫ মিলিমিটার, ফ্রন্ট ব্রেক ডায়ামিটারঃ ৩০০ মিলিমিটার, রিয়ারঃ ২৩০ মিলিমিটার এবং বাইকটির ওজন হবে মাত্র ১৪৯ কেজি। কালো রং এ পাওয়া যাবে এই বাইকটি।

হুস্কভার্ণা স্ভার্থপিলেন ২০০ বিএস৬ এর মূল্যঃ

এই বাইকটির প্রত্যাশিত মূল্য ১.৫০ লক্ষ ভারতীয় রুপী যার বাংলাদেশী মূল্য ১,৭৩,৭২০ টাকা।

হুস্কভার্ণা স্ভার্থপিলেন ২০০ বিএস৬
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention