ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ |
৩৩ °সে
|
বাংলা কনভার্টার
walton

‘মোপেড’ বাইকের দাম কমবে

‘মোপেড’ বাইকের দাম কমবে
‘মোপেড’ বাইকের দাম কমবে

২০২১-২২ অর্থবছরের বাজেটে মোপেড বাইকের জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেলের শুল্কহার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।

মোপেড হাইব্রিড মোটরসাইকেল। এই মোটরসাইকেলে ইঞ্জিনের পাশাপাশি সাইকেলের মতো প্যাডেলও থাকে।

বৃহস্পতিবার বিকেলে সংসদে আয়েোজিত বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এই প্রস্তাব দেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন ‘পরিবেশবান্ধব হওয়ায় হাইব্রিড গাড়ির শুল্কহার পুনর্বিন্যাস করার প্রস্তাব করা হয়েছে।’

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের অটোমোবাইল উৎপাদন খাততে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরো কিছু শর্ত সাপেক্ষে আরো ১০ বছর কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, দেশে মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্পোৎপাদনকে ত্বরান্বিত করার স্বার্থে, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

দাম কমবে,মোপেড,বাইক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention