ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

বিমানবন্দরে যাত্রীসেবা সহজের লক্ষ্যে ‘এইচএসআইএ ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস’ অ্যাপ উদ্বোধন

বিমানবন্দরে যাত্রীসেবা সহজের লক্ষ্যে ‘এইচএসআইএ ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস’ অ্যাপ  উদ্বোধন
বিমানবন্দরে যাত্রীসেবা সহজের লক্ষ্যে ‘এইচএসআইএ ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস’ অ্যাপ উদ্বোধন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর বিদেশগামী ও আগমনী যাত্রীদের জন্য সহজ ও আধুনিক উপায়ে আরও উপযুক্ত সহযোগিতার উদ্দেশ্যে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, এটুআই এর সহযোগিতায় "HSIA ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস" নামক এই মোবাইল এপ্লিকেশনটি আইসিটি বিভাগ এর মোবাইল গেম ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরী করেন Prime Tech Solutions Ltd, Spinoff Studio & Innovazione Technologies JV এই এপ্লিকেশনটি ব্যবহারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও আগমনী দেশী/বিদেশী সকল যাত্রী এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিযুক্ত বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ পুলিশ, সিভিল এভিয়েশন AVSEC) এই মোবাইল এপের মাধ্যমে সকল ধরণের তথ্য ও নির্দেশনা প্রদান করে সহযোগিতা ও সেবা দিতে সক্ষম।

এটি ব্যবহারে প্রবাসী বাংলাদেশী কর্মী বিমানবন্দরে করণীয় সকল পদক্ষেপ এর সুনির্দিষ্ট নির্দেশনা পেয়ে প্রতিটি পদক্ষেপ বুঝে কারও সহযোগিতা ছাড়াই নিজে সম্পন্ন করতে পারে। এই মোবাইল এপ্লিকেশন এর দুটি উল্লেখযোগ্য অতিআধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে

(১) অগমেন্টেড রিয়ালিটি AR ইনডোর লোকেশন সার্ভিস যার ব্যবহার করে বিমানবন্দরের ভিতরে পরবর্তীতে কোন দিক দিয়ে কোথায় পৌঁছাতে হবে তার দৃশ্যমান নির্দেশনা পায়;

(২) ভয়েস সুবিধা ব্যবহার করে বাংলা ও ইংরেজিতে সুনির্দিষ্ট তথ্য ও নির্দেশনা পাওয়া যায়।

"HSIA ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস" এর মূল বৈশিষ্ট সমূহ: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর যাবতীয় সম্পূর্ণ তথ্য বাংলা ও ইংরেজিতে উপস্থাপন করা হয়েছে যেমন: হালনাগাদ ফ্লাইট এর তথ্য, এয়ারলাইন্স সমূহের নাম ও যোগাযোগ, বহনের জন্য নিষিদ্ধ জিনিসপত্রের তালিকা, শুল্ক কর এর তালিকা, লাগেজ এর নিয়ম, ইমিগ্রেশন বিধিমালা, গন্তব্য এয়ারপোর্টের বিধিমালা, স্বাস্থ্য বিধি, প্রবাসী কল্যাণ নির্দেশিকা ও সুবিধার তথ্য, বেল্ট এ লাগেজ না পেলে করণীয়, এয়ারপোর্টে অবস্থানকালীন সুবিধাদি যেমন খাবার, নামাজের স্থান, কেনাকাটা, ওয়াশ রুম, লাউঞ্জ, মুদ্রা বিনিময়, ট্যাক্সি, বিমানবন্দরের ম্যাপ ইত্যাদি।

এইচএসআইএ ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention