ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ |
৩১ °সে
|
বাংলা কনভার্টার
walton

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো “এমপ্লোয়াবিলিটি ও স্কিলস সামিট’

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো “এমপ্লোয়াবিলিটি ও স্কিলস সামিট’
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো “এমপ্লোয়াবিলিটি ও স্কিলস সামিট’

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এবং থ্রাইভিং স্কিলস এর যৌথভাবে আয়োজিত ‘কর্মসংস্থান ও দক্ষতা’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। ১লা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই সামিটে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের সফল ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাঝে অন্তর্ভুক্ত ছিল সামিট সেমিনার, মাস্টার ক্লাস, শিল্প-একাডেমিয়া সংলাপ এবং চাকরি মেলা।

সামিটে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসাব মহাসচিব, তরুন উদ্যোক্তা এবং গ্রাসহোপার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এম মাহমুদুর রশীদ। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের তিনি উদ্যোক্তা হওয়ায় আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এমন দেশে উদ্যোক্তা হওয়া ভাগ্যের ব্যাপার। এত ছোট দেশ হিসেবে আমাদের রয়েছে বিশাল জনসংখ্যা এবং সর্বস্তরের গ্রাহক। তিনি আরও বলেন, বাংলাদেশের যে ব্যবসায়িক প্রবৃদ্ধির গতি রয়েছে তা বিশ্বের অধিকাংশ অঞ্চলে বিরল। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে কারিগরি দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করে তিনি বলেন, প্রতিযোগিতামূলক এই বাজারে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়, ভালো ফলাফলের পাশাপাশি প্রয়োজন বিশেষ জ্ঞান, কারিগরি দক্ষতা, সাংগঠনিক দক্ষতা এবং ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফজলি এলাহী। তার উদ্বোধনী বক্তব্যে বলেন যে ব্যবস্থাপনা ও নেতৃত্ব পেশাদারদের বিকাশের জন্য সফট স্কিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। তিনি বলেন, 'শিক্ষার্থীদের দলগত কাজ, সমালোচনামূলক চিন্তাভাবনা, নেটওয়ার্কিং, সমস্যা সমাধান এবং যোগাযোগের দক্ষতার উপর প্রধান জোর দেওয়া উচিত যাতে তারা অন্যদের সাথে কাজ করার ক্ষমতা উন্নত করতে পারে এবং তাদের ভবিষ্যত কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।‘

এছাড়াও সামিটে উপস্থিত ছিলেন ডিন- প্রফেসর ড. সালেহ মোঃ মাশেদুল ইসলাম এবং হেড অব স্কুল অফ বিজনেস- প্রফেসর ডঃ এস এম শফিউল আলম। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন- গোলাম সামদানী ডন, রেকিট হেড অফ সাপ্লাই মোহাম্মদ জিয়া উদ্দিন, হেড অফ বিজনেস-এসিআই লজিস্টিকস তানজিনা আক্তার, সিইও-ইউএস বাংলা গ্রুপ এইচএম তারিকুল কামরুল, হেড অফ এইচআর-বেঙ্গল গ্রুপ হাসান তায়েব ইমাম।

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়,এমপ্লোয়াবিলিটি ও স্কিলস সামিট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention