ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩১ |
৩১ °সে
|
বাংলা কনভার্টার
walton

সিটি ইউনিভার্সিটিতে গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প ও আইসিটি ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

সিটি ইউনিভার্সিটিতে গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প ও আইসিটি ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত
সিটি ইউনিভার্সিটিতে গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প ও আইসিটি ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

বিডিওএসএনের আয়োজনে গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক –বিডিওএসএন, এবং সিটি ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার দিন ব্যাপী সিটি ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস কম্পিউটার ল্যাবরেটরিতে অনুষ্ঠিত হয়েছে ।

শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতেই এই আয়োজন| বাংলাদেশে দক্ষ প্রোগ্রামারদের অনেক অভাব রয়েছে। সেজন্য প্রোগ্রামিংয়ে আগ্রহী করাটাই অন্যতম লক্ষ্য।ক্যাম্পে অংশগ্রহণকারীরা তিনদিন ধরে প্রোগ্রামিং-এর বিভিন্ন খুটিনাটি বিশেষ করে ডেটা স্ট্রাকচার, এলগরিদম এবং বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতার সমস্যা সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। ক্যাম্পে অংশগ্রহণকারীরা প্রোগ্রামিং-এর বিভিন্ন বিষয় ছাড়াও প্রোগ্রামিং কনটেস্টের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন বিডিওএসএনের প্রোগ্রামিং সমন্বয়ক মোশাররফ হোসেন টিপু ও মুবতাসিম শাহরিয়ার।

প্রোগ্রামিং প্রশিক্ষণ ক্যাম্প শেষে প্রোগ্রামিং কনটেস্ট এবং সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড: ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন আকলিমা ইয়াসমিন, জেনারেল ম্যানেজার- এইচ আর ও অ্যাডমিন, আর-প্যাক বাংলাদেশ লিমিটেড এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল ।

অনুষ্ঠান শেষে "ক্যারিয়ার ইন আইসিটি ফর ওমেন ইন বাংলাদেশ" বিষয়ক আইসিটি ক্যারিয়ার সেমিনার অনুষ্টিত হয়।

সেমিনারে আইসিটি খাতে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরেন আকলিমা ইয়াসমিন, জেনারেল ম্যানেজার- এইচ আর ও অ্যাডমিন, আর-প্যাক বাংলাদেশ লিমিটেড।

সিটি ইউনিভার্সিটি,গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প,আইসিটি ক্যারিয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention