ঢাকা | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ |
৩৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

তরুণদের জন্য আ.লীগের বিশেষ উদ্যোগ ক্যারিয়ার কর্মশালা

তরুণদের কর্মদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করা হবে। কর্মশালায় অংশগ্রহণের জন্য career.albd.org–তে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। আজ থেকে (৯ জানুয়ারি) রেজিস্ট্রেশন শুরু। চলবে ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। রেজিস্ট্রেশন শেষ হলে ধাপে ধাপে অংশগ্রহণকারীদের মেসেজ, মেইল বা মোবাইলের মাধ্যমে কনফার্মেশন জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির আয়োজনে এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে বলা হয়েছে, আজ ৯ জানুয়ারি কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচির উদ্বোধন করবেন।

কর্মজীবনের কর্মশালা নামের দক্ষতা ও কর্ম পরিকল্পনা উন্নয়ন কর্মসূচিতে অংশ নিয়ে দলমত–নির্বিশেষে দেশের তরুণ-তরুণীরা নিজেদের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক জীবনের ব্যাপারে সম্পূর্ণ গাইডলাইন পাবে। ফলে তারা নিজেদের যোগ্যতা অনুসারে নিজেদের ক্যারিয়ার নিজেরাই নির্ধারণ করতে পারবে এবং সেই অনুযায়ী শ্রম ও সময় দিয়ে নিজেদের আরও যোগ্য পেশাজীবী বা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।

১২ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি বলছে, নতুন প্রজন্মের প্রতিটি সন্তানকে তার নিজস্ব শক্তির দিকগুলো সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। আর তাহলেই প্রতিটি তরুণ-তরুণী একসময় নিজেকে মূল্যায়ন করতে শিখলে নিজের ক্যারিয়ার নিজেই খুঁজে পাবে। ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে তরুণদের নিয়মিত নতুন নতুন পেশার সঙ্গে পরিচিত করানো হবে এবং সেসব পেশার বিষয়ে দক্ষতা অর্জনের গাইডলাইন দেওয়া হবে। এর মধ্য দিয়ে শিক্ষাজীবন শেষ করার আগেই প্রতিটি তরুণ-তরুণী তাদের কর্মজীবনে প্রবেশের জন্য একটা ‘পরিপূর্ণ ক্যারিয়ার প্ল্যান’ পাবে বলে দলটি আশা করছে।

তরুণদের জন্য আ.লীগের বিশেষ উদ্যোগ ক্যারিয়ার কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention