ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ |
৩৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

১০ কোটির মাইলফলকে অ্যাপল ওয়াচ

১০ কোটির মাইলফলকে অ্যাপল ওয়াচ
১০ কোটির মাইলফলকে অ্যাপল ওয়াচ

বিশ্বের ১০ কোটি গ্রাহক পেয়েছে অ্যাপল ওয়াচ। যদিও বিশ্বের মোট সংক্রিয় আইফোন ব্যবহারকারীর মধ্যে ১০ শতাংশ এই ডিভাইস ব্যবহার করেন। অ্যাবোভ অ্যাভালনের সাম্প্রতিক এই প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

২০১৫ সালে প্রথম অ্যাপল ওয়াচ বাজারে ছাড়া হয়। তখন থেকে এই ক্যাটাগরিতে দামি পণ্যের তালিকায় রয়েছে ওয়াচটি। সেই হিসেবে ১০ কোটির মাইলফলক খারাপ হিসেবে বিবেচিত নয়।

২০২০ সালটি অ্যাপল ওয়াচের জন্য একটি সেরা বছর গেছে, কারণ ঐ বছরেই ৩ কোটি ওয়াচ বাজারে সরবরাহ করা হয়েছে, যা ২০১৫, ২০১৬ ও ২০১৭ এর মোট সরবরাহের চেয়েও বেশি।

যুক্তরাষ্ট্রের মোট আইফোন ব্যবহারকারীর ৩৫ শতাংশ অ্যাপল ওয়াচ ব্যবহার করছে। ফলে দেশটিতে স্মার্ট ডিভাইসটিকে জীবনযাত্রার সাথে মিলিয়ে নিয়েছেন আইফোন ব্যবহারকারীরা। তবে বিশ্বব্যাপী অনেক সুযোগ থাকলেও এখনও নিজেদের অন্য পণ্যের তুলনায় ততোটা আগাতে পারেনি অ্যাপল ওয়াচ। বাজার বিশ্লেষকদের তথ্যে জানা গেছে, আইফোন, আইপ্যাড এবং ম্যাকের পরে রয়েছে অ্যাপল ওয়াচের অবস্থান।

অ্যাপল ওয়াচ,১০ কোটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention