২১ বছর পর, ভারতের Harnaaz-র মাথায় মিস ইউনিভার্সের মুকুট

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:১৮ | অনলাইন সংস্করণ

২১ বছর পর, ভারতের Harnaaz-র মাথায় মিস ইউনিভার্সের মুকুট

১৯৯৪ সালে ভারত পেয়েছিল তাঁর প্রথম মিস ইউনিভার্স (Miss Universe)। বিশ্বের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন (Susmita Sen)।

এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত (Lara Dutt)।

এরপর দীর্ঘ ২১ বছর পর ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্স হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। এবছর ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের আসর।