ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ |
৩৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

ভ্যাটের কারণে ক্ষতির মুখে দেশি মোবাইল ফোন বাজার

ভ্যাটের কারণে ক্ষতির মুখে দেশি মোবাইল ফোন বাজার
ভ্যাটের কারণে ক্ষতির মুখে দেশি মোবাইল ফোন বাজার

ডলারের দাম বাড়ায় বাজারে প্রায় ৬ হাজার টাকা বেড়েছে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের দাম। এতে বেচাকেনা ৪০ শতাংশ কমেছে বলে দাবি করছেন বিক্রেতারা। এর মধ্যে নতুন করে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হলে বিক্রি আরো কমার আশঙ্কা করছেন তারা।

বিশ্লেষকরা বলছেন, ভ্যাট আরোপের ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশে উৎপাদিত মোবাইল ফোনের বাজার, রাজস্ব হারাবে সরকার। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনের ওপর ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়। তবে ডলারের বাড়তি দামসহ নানা কারণে বাজেট ঘোষণার কিছুদিন আগেই বেড়ে গেছে সব ধরনের মোবাইলের দাম। সর্বনিম্ন ৫০০ থেকে সবোর্চ্চ ৬ হাজার টাকা পর্যন্ত বেড়েছে পণ্যটির দাম।

স্থানীয় মোবাইল উৎপাদনকারীরা বলছেন, নতুনভাবে ভ্যাট আরোপ করা হলে গ্রাহকদের প্রায় ১৫ শতাংশ বেশি অর্থ খরচ হবে।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির চাপে অস্বস্তিতে সাধারণ মানুষ। এজন্য খুব বেশি প্রয়োজন না হলে মোবাইল ফোন কিনছেন না তারা। আবার নতুন করে মোবাইল ফোনের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবে ক্ষুব্ধ ক্রেতারা।

বিশ্লেষকরা জানান, বর্তমানে চাহিদার ৯০ শতাংশ মোবাইল ফোন দেশেই উৎপাদন করা হয়। আর এজন্য দাম বাড়লে, চাহিদা কমবে দেশে উৎপাদিত মোবাইল ফোনের। এতে সরকারের রাজস্ব কমার আশঙ্কা করছেন তারা।

ভ্যাট,মোবাইল ফোন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention