ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

অ্যাপলকে হটিয়ে ইতিহাস গড়ে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন নির্মাতা শাওমি

অ্যাপলকে হটিয়ে ইতিহাস গড়ে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন নির্মাতা শাওমি
অ্যাপলকে হটিয়ে ইতিহাস গড়ে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন নির্মাতা শাওমি

করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। বিশ্ববাজারে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন সরবরাহ বেড়েছে ১২ শতাংশ। সম্প্রতি প্রকাশিত ক্যানালিস রিসার্চের প্রতিবেদন অনুসারে, সর্বাধিক স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে স্যামসং এখনও শীর্ষে।

শাওমি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শাওমি ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বিক্রির ক্ষেত্রে অ্যাপলকে ছাড়িয়ে গেছে। শাওমি সর্বাধিক স্মার্টফোন বিক্রি করে দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে, স্যামসাং বাজারের ১৯ শতাংশ শেয়ার নিয়ে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে, শাওমি ১৭ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

অ্যাপলের বাজারে শেয়ার ১৪ শতাংশ। শাওমি ছাড়াও চীনের অন্যান্য সংস্থা অপো এবং ভিভো ১০-১০ শতাংশ শেয়ার পেয়েছে। এতে অপো রয়েছে চার নম্বরে এবং ভিভো পাঁচ নম্বরে।

ক্যানালিসের রিপোর্টে দেখা গেছে, শাওমি সবচেয়ে বড় বাজার তৈরি করেছে ল্যাতিন আমেরিকায়। সেখানে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির হার ৩০০ শতাংশ। এর পরেই আছে আফ্রিকা, সেখানে ১৫০ শতাংশ এবং পশ্চিম ইউরোপে বেড়েছে ৫০ শতাংশ।

অ্যাপল,দ্বিতীয় স্মার্টফোন নির্মাতা,শাওমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention