ঢাকা | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩১ |
৩০ °সে
|
বাংলা কনভার্টার
walton

অনলাইনে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

অনলাইনে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ
অনলাইনে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ অলিম্পিয়াডের মূল পর্বে দেশের দুটো টিম ঢাকা থেকে অনলাইনে অংশ নিচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করেছিল।

গত মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ে অংশ নেয়া শিক্ষার্থীদের পারফরমেন্স এবং মেধার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হয়। কানাডা থেকে অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াডটি জাজমেন্ট এবং মনিটরিং করা হচ্ছে।

এ বছর অলিম্পিয়াডের "ওপেন ক্যাটাগরি" এবং "ফিউচার ইঞ্জিনিয়ারস" ক্যাটাগরিতে অংশ নিচ্ছেবাংলাদেশ। আজ দুপুরে অনলাইনের মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের রোবট প্রদর্শন করে ওপেন ক্যাটাগরিতে অংশ নেয়া শিক্ষার্থীরা। এ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ইকো এগ্রোমেট রোবট নিয়ে অংশ নিল টিম পাওয়ারিয়াম । এ টিমের সদস্য ছিল ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ, সরকারী বিজ্ঞান কলেজের তানজিম জামান খান এবং নটরডেম কলেজের মোঃ আশরাফুজ্জামান ফুয়াদ। অন্যদিকে ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে অংশ নেয় টিম প্রডিজি। এ টিমের সদস্য ডাঃ মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাজ্জাদ ইসলাম এবং নটরডেম কলেজের তৌসিফ সামিন।

উল্লেখ্য, এ বছর সারা বিশ্বের ৬০টি দেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে (ডব্লিউআরও) অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রথমবারের মত এই অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention