ঢাকা | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ |
৩৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় শাওমি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় শাওমি
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় শাওমি

হুয়াওয়ের পর ট্রাম্প প্রশাসনের নজর পড়েছে চীনের অপর শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির উপর। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন শাওমিসহ নয়টি কোম্পানিকে চীনের মিলিটারির সাথে সম্পর্কিত বিবেচনায় কালো তালিকাভুক্ত করেছে।

বর্তমানে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। যুক্তরাষ্ট্রের বিশেষ কালো তালিকাভুক্তির ফলে দেশটির কোনো বিনিয়োগকারী চীনের কোম্পানিটিতে বিনিয়োগ করতে পারবে না। এমনকি তালিকাভুক্ত নয়টি কোম্পানিতে কারো বিনিয়োগ থাকলে সেটি চলতি বছরের ১১ নভেম্বর এর মধ্যে তুলে নিতে হবে।

তবে আশ্চর্যের বিষয় হলো, এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন চীনের মিলিটারির সাথে শাওমি কিংবা অন্য কোম্পানির সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ উপস্থাপন করেনি। হটাৎ করেই অনেকটা গোপনেই নতুন এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে টেলিকমিউনিকেশন ও সেমিকন্ডাক্টর খাতে হুয়াওয়ে, এসএমআইসিসহ ৬০ এর অধিক কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে প্রশাসন। সেই তালিকায় বিশ্বের সর্ববৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই রয়েছে।

তবে কোম্পানিগুলো লাইসেন্স ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি আমদানি করতে পারবে। যদিও অনেকেই আশা বাঁধছেন আগামী ২০ জানুয়ারি বাইডেন প্রশাসন দায়িত্ব নিয়ে আদেশগুলো বাতিল হতে পারে। এখনও শুধু দেখার বিষয় কী আছে কোম্পানিগুলোর কপালে!

যুক্তরাষ্ট্র কালো তালিকায় শাওমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention