ঢাকা | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩২ |
১৫ °সে
|
বাংলা কনভার্টার
walton

অদল-বদল অফার আনল সুজুকি

অদল-বদল অফার আনল সুজুকি
অদল-বদল অফার আনল সুজুকি

অদল-বদল অফার আনল সুজুকি। যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেল বদলে সুজুকির বাইক নেওয়ার সুযোগ এসেছে। সুজুকি সোয়াপের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছে।

যেকোনো ব্র্যান্ড ও মডেলের মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে সুজুকির আউটলেটে যেতে হবে। মোটরসাইকেল এক্সচেঞ্জ করলে সোয়াপের পক্ষ থেকে আর্কষণীয় গিফট হিসেবে বাইব্যাক কার্ড, কি-রিং এবং এক্সট্রা ক্যাশ অফার থাকছে।

বেস্ট ডিলে বাইক এক্সচেঞ্জ করুন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সোয়াপ ও সুজুকি বাংলাদেশের এই এক্সচেঞ্জ অফারের আওতায় আগে আপনার পুরনো মোটরসাইকেলের দাম নির্ধারণ করা হবে। এরপর আপনি সুজুকির যে নতুন মোটরসাইকেল নিতে চান তার সঙ্গে পুরনোটার দাম বাদ দেওয়া হবে। বাদবাকি টাকা পরিশোধ করে নতুন মোটরসাইকেল নিতে পারবেন।

অদল-বদল অফার,সুজুকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend