দক্ষিণ কোরিয়ায় থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম অনুমোদনের পরিকল্পনা করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। নতুন এক আইন প্রয়োগের ফলে এ অনুমোদন দেয়া হবে। সম্প্রতি প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট দেশের জন্য নিজেদের পেমেন্ট নীতিমালা সংশোধন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি।
কোরিয়া কমিউনিকেশনস কমিশনের (কেসিসি) এক আবেদনের পর এ ঘোষণা দেয় গুগল। এর আগে গুগল ও অ্যাপলের কাছে দেশটিতে পাসকৃত নতুন আইন অনুযায়ী নিজেদের নীতিমালা সংশোধনের অনুরোধ করে কেসিসি। নতুন পাসকৃত আইন অনুসারে সফটওয়্যার ডেভেলপারদের জন্য জোরপূর্বক গুগল ও অ্যাপলের নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করার বাধ্যবাধকতা নিষিদ্ধ করে দক্ষিণ কোরিয়া। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই এ আইন কার্যকর করা হয়।
বিশ্বের বৃহত্তম কোনো অর্থনীতি দ্বারা কার্যকর করা গুগল ও অ্যাপলের ওপর এটিই প্রথম এ ধরনের কোনো পদক্ষেপ। এর আগে নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ব্যবহারের বাধ্যবাধকতাসহ ৩০ শতাংশ পর্যন্ত কমিশন কেটে নেয়ার জন্য বিশ্বব্যাপী সমালোচনার শিকার হয়েছে গুগল ও অ্যাপল।
আগস্টের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার সংসদে সাউথ কোরিয়া’স টেলিকমিউনিকেশনস বিজনেস অ্যাক্ট পাস করা হয়। এটিকে অনেকে ‘অ্যান্টি-গুগল ল’ নামেও আখ্যায়িত করে থাকে। ফলে অ্যাপল ও গুগলের মতো উল্লেখযোগ্য অ্যাপ স্টোরগুলোকে ব্যবহারকারীদের প্রতি নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ব্যবহারের বাধ্যবাধকতা থেকে সরে আসার নির্দেশ দেয়া হয়। বিশেষ করে ইন-অ্যাপ পারচেজের ক্ষেত্রে কমিশন কেটে রাখা ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হয়। এক বিবৃতিতে গুগল জানায়, আমরা জাতীয় সংসদের এ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই।