মাত্র একদিনের জন্য গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর গ্রুপে শীর্ষ নির্বাহী পদে দায়িত্ব পেলেন বাংলাদেশের রেনেকা আহমেদ অন্তু।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, রেনেকা আহমেদকে দেয়া এই একদিনের দায়িত্ব মূলত প্রতীকী। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের অংশ হিসেবে প্রতিবছরের এই দিনে এমনটি করা হয়। এদিন তরুণীদের সাম্য, স্বাধীনতা ও প্রতিনিধিত্বে উৎসাহ দিতে শীর্ষস্থানীয় পদে একদিনের জন্য তরুণ নারীদের প্রতীকী দায়িত্ব দেয়া হয়। এবার টেলিনর বেছে নিয়েছে বাংলাদেশের রেনেকাকে।
গ্রামীণফোন থেকে জানানো হয়েছে, নৃবিজ্ঞানে পড়াশোনা করা রেনেকা অল্পবয়স থেকে সমাজে নারী অধিকার ও লৈঙ্গিক সমতা নিয়ে কাজ করে আসছেন। ২০২০ সালে ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে তিনি শীর্ষ পর্যায়ে রাজনৈতিক ফোরামে অংশগ্রহণ করেন।
এদিকে একদিনের জন্য টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ হয়ে এক প্রতিক্রিয়ায় রেনেকা বলেন, আমাকে এমন অসাধারণ অভিজ্ঞতা গ্রহণের সুযোগ করে দেয়ায় আমি গ্রামীণফোন, টেলিনর গ্রুপ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। একজন নারী হিসেবে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে আমি আমার অধিকারের বাস্তবায়ন চাই। সবার উচিত নারীদের সম্মান করা এবং সরকারি ও বেসরকারি খাতে তাদের অবদানের মূল্য দেয়া।