ঢাকা | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

আইবিএ-র সাথে সূর্যমুখী লিমিটেডের সাথে পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানের চুক্তি

আইবিএ-র সাথে সূর্যমুখী লিমিটেডের সাথে পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানের চুক্তি
আইবিএ-র সাথে সূর্যমুখী লিমিটেডের সাথে পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানের চুক্তি

গত ১০ই ফেব্রুয়ারী, ২০২২ তারিখ বৃহস্পতিবার সূর্যমুখী লিমিটেড ইনস্টিটিউট অব বিজনেস (আইবিএ)-র সাথে নিরাপদ পেমেন্ট গেটওেয় সেবা প্রদানের জন্য চুক্তি সম্পন্ন করেছে।

সূর্যমুখী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা ফিদা হক এবং মোহাম্মদ আবদুল মোমেন, আইবিএ-র প্রফেসর এবং পরিচালক তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ হয়ে চুক্তিপত্র সই করেছেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোশতাক আহমেদ, অধ্যাপক, আইবিএ; মোঃ ফারহান ইমতিয়াজ, সহকারী অধ্যাপক, আইবিএ; মুজদালিফ আহমেদ রাজন, ম্যানেজার, সূর্যমুখী লিমিটেড; মোঃ নিয়ামুল হাসান, সহকারী ম্যানেজার, সূর্যমুখী লিমিটেড সহ উভয় পক্ষের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

এ চুক্তির মাধ্যমে সূর্যমুখী ও আইবিএ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য অনলাইনে খুব সহজে টিউশন ফি পরিশোধ করার সুবিধা প্রদান করবে।

সূর্যমুখী লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্সধারী প্রতিষ্ঠান, যা গত ১০ বছর ধরে ই-মার্চেন্টদের পেমেন্ট গেটওয়ে সুবিধা (সূর্যপে) প্রদান করে আসছে। সূর্যপে-র মাধ্যমে দেশের ই-মার্চেন্টরা কার্ড, এমঅএফএস, মোবাইল ওয়ালেট এবং ইন্টারনেট ব্যাংকিং - এর যেকোন মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ফি সংগ্রহ করতে পারে।

আইবিএ,পেমেন্ট গেটওয়ে,সূর্যমুখী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention