ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

বিদেশি বিনিয়োগ আনতে ফরেন ইনভেস্টরস চেম্বারের সহযোগিতা কামনা শিল্পমন্ত্রীর

বিদেশি বিনিয়োগ আনতে ফরেন ইনভেস্টরস চেম্বারের সহযোগিতা কামনা শিল্পমন্ত্রীর
বিদেশি বিনিয়োগ আনতে ফরেন ইনভেস্টরস চেম্বারের সহযোগিতা কামনা শিল্পমন্ত্রীর

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বাংলাদেশে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আনতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন,‘আমরা ইপিজেড করেছি, শিল্পপার্ক করেছি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। ইতোমধ্যেই বাংলাদেশ নিরাপদ বিনিয়োগের স্থান হিসেবে পরিচিতিও পেয়েছে। তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বা¯তবায়নে বৈদেশিক বিনিয়োগকারীদের আরো বেশী বিনিয়োগ করার জন্য এগিয়ে আসা দরকার।’ ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রতিনিধিবৃন্দ আজ বুধবার শিল্পমন্ত্রীর সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন ।

এফআইসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট ও ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নীল কাপল্যান্ডের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন একই সংস্থার নির্বাহী পরিচালক টিআইএম নূরুল কাদির, নির্বাহী কমিটির সদস্য ও ইউনিলিভার বাংলাদেশের সিইও এন্ড এমডি জাভেদ আখতার, নির্বাহী কমিটির সদস্য ও মার্ক্স এন্ড স্পেনসারের হেড অব কান্ট্রি স্বপ্না ভৌমিক, নির্বাহী কমিটির সদস্য ও নোভারটিসের এমডি এন্ড কান্ট্রি প্রেসিডেন্ট ড. রিয়াদ মামুন প্রধানী। এছাড়াও এ সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: আবদুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিবৃন্দ শিল্পমন্ত্রীকে জানান, বাংলাদেশে বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সংগঠন এফআইসিসিআই শিল্পায়নের জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা করছে। কিছু কিছু ক্ষেত্রে তারা সরকারি সহযোগিতা কামনা করেন। বিশেষ করে নকল ও ভেজাল পণ্য সরবরাহকারীদের কাছ থেকে সুরক্ষা পেতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। তারা প্যাক কমোডিটিজ রুলস্ বিষয়ে আলোকপাত করে পণ্যের মোড়কে প্রকৃত পরিমাণ উল্লেখের জন্য বিএসটিআই’র দৃষ্টি আকর্ষণেরও অনুরোধ করেন।

এছাড়াও, প্রতিনিধিদলের সদস্যরা বর্তমান ও ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য করনীতি এবং আর্থিক নীতিমালা সহজীকরণে শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তারা বলেন, সরকারের সাথে যুগপৎ কান্ট্রি ব্র্যান্ডিংয়ে কাজও করবে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শিল্পমন্ত্রী প্রতিনিধিদলের সদস্যদের কথা মনযোগসহকারে শুনেন এবং সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিদেশি বিনিয়োগ,ফরেন ইনভেস্টরস চেম্বার,শিল্পমন্ত্রী,নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend