অনলাইন সংস্করণ
১৬:২৬, ২৫ মে, ২০২২
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ব্যাংক এশিয়া, দেশের এজেন্ট ব্যাংকিং মডেলের পথপ্রদর্শক; সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে ব্যাংক এশিয়ার সমস্ত কর্মকর্তা স্বাস্থ্যবীমা সুবিধার পাশাপাশি লাইফ কাভারেজও পাবেন।
গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে মাহমুদ আফসার ইবনে হোসেন, হেড অফ গ্রুপ বিজনেস; ইফতেখার আহমেদ, হেড অফ গ্রুপ সার্ভিস এবং ব্যাংক এশিয়ার ডিএমডি ও সিওও মো: সাজ্জাদ হোসেন; মানব সম্পদ বিভাগের প্রধান এসামুল আরিফিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেখ রকিবুল করিম, এফসিএ, ভারপ্রাপ্ত সিইও, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি মো: আরফান আলী তাদের প্রতিষ্ঠান এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।