পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার। পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছেন।
হাইকমিশনার দুই দেশের অভিন্ন ইতিহাসে দুঃখজনক ঘটনার পরবর্তীতে দুই দেশের মধ্যে সমঝোতা ও সুসম্পর্ক স্থাপনে পাকিস্তান ও বাংলাদেশের নেতৃবৃন্দের প্রচেষ্টার কথা স্মরণ করেন। তিনি তাদের দূরদৃষ্টি এবং দূরদর্শিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যা দুই দেশের মধ্যে সব অনিষ্পন্ন সমস্যা সমাধানে সাহায্য করেছে।
ভিসা সংক্রান্ত বিষয়ে হাইকমিশনার বলেন, পাকিস্তান এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য পাকিস্তানি ভিসার ওপর সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে এবং বাংলাদেশও এর প্রতিদান দেবে বলে আশা প্রকাশ করেছেন।