ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

বিল গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ভারতের গৌতম আদানি

বিল গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ভারতের গৌতম আদানি
বিল গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ভারতের গৌতম আদানি

ফোর্বসের তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি গৌতম আদানি।

গত সপ্তাহে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সামাজিক কাজে ২০ বিলিয়ন মার্কিন ডলার দান করার ঘোষণা করেছিলেন। আর সে কারণেই এক লাফে তাকে পেরিয়ে গেলেন আদানি।

বিল গেটস এক ব্লগ পোস্টে জানিয়েছিলেন, তিনি ধীরে ধীরে তার স্বেচ্ছাসেবী সংস্থা 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন'-এ বেশি জোর দেবেন। নিজের সমস্ত সম্পদ সেখানে স্থানান্তরিত করবেন। তারপর সেটা সামাজিক কাজে খরচ করা হবে।

বর্তমানে বিশ্বের নানা প্রান্তে সামাজিক কাজ, গবেষণা, স্বাস্থ্য, শিক্ষা খাতে কাজ করে তার স্বেচ্ছাসেবী সংস্থা।

অন্যদিকে ভারতের ধনীতম ব্যক্তি, গৌতম আদানির নেট ওয়ার্থ বেড়ে ১১৪ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, ২০২১-২২ সালের মধ্যেই তার নেট ওয়ার্থ ৪০ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে।

গৌতম আদানিও তার সম্পদের একটা বড় অংশ সামাজিক কাজে ব্যয় করেন। তার ৬০ তম জন্মদিন (২৪ জুন) এবং তার বাবার ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি নতুন ঘোষণা দেন। ৬০ হাজার কোটি টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছে আদানি পরিবার।

গৌতম আদানি জানান, দেশের গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পেশাভিত্তিক প্রশিক্ষণের প্রসারে এই টাকা খরচ করা হবে।

বিল গেটস,গৌতম আদানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention