দেশের মানুষের মধ্যে ক্রেডিট কার্ডে ঋণ করার প্রবণতা বেড়ে গেছে। এমন এক সময় ক্রেডিট কার্ডে টাকা ধার করা বেড়েছে, যখন বেড়ে গেছে মানুষের জীবনযাত্রার খরচ। বাজারে ধাপে ধাপে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ সব ধরনের পণ্যের দাম বাড়তে থাকায় মানুষ এখন ক্রেডিট কার্ডে ঋণ করা বাড়িয়ে দিয়েছেন। বাড়তি খরচের চাপ সামাল দিতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের অনেকে এখন ক্রেডিট কার্ডের ঋণে ঝুঁকছেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ প্রায় ২৯ শতাংশ বেড়ে গেছে। ২০২১ সালের জুনে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯৩৫ কোটি টাকা। গত জুনে এ লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৯১ কোটি টাকায়। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ প্রায় ২৯ শতাংশ বা ৫৫৬ কোটি টাকা বেড়ে গেছে। সেই সঙ্গে এক বছরের ব্যবধানে দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৭৮টি। গত জুন শেষে দেশের ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ১৯৬ টিতে। গত বছরের জুনে এ সংখ্যা ছিল ১৭ লাখ ৩৪ হাজার ৪১৮টিতে। শুধু তা–ই নয়, মে মাসের তুলনায় জুন মাসে ক্রেডিট কার্ডে মানুষ ১২০ কোটি টাকা বেশি ঋণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত তিন বছরের মধ্যে ক্রেডিট কার্ডে তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গত জুনে। ক্রেডিট কার্ডে সর্বোচ্চ লেনদেন হয়েছিল গত এপ্রিলে, যার পরিমাণ ২ হাজার ৭১৫ কোটি টাকা। আর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয় গত মার্চে, যার পরিমাণ ২ হাজার ৫১৩ কোটি টাকা। মূলত গত বছরের নভেম্বর থেকে ক্রেডিট কার্ডে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে মূল্যস্ফীতি এখন ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। সর্বশেষ গত জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশে। জুনে এ হার ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। তিন মাস ধরে দেশের সার্বিক মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের আশপাশে রয়েছে।
অর্থনীতিবিদ ও ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কয়েকটি কারণে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ বেড়েছে। প্রথমত গত বছরের তুলনায় এ বছর সব ধরনের পণ্যমূল্যই বেড়ে গেছে। তাতে একই ধরনের পণ্য কিনতে গত বছরের চেয়ে বেশি অর্থ খরচ করতে হচ্ছে এখন। এ ছাড়া গত বছরের তুলনায় বিদেশ যাত্রাও বেড়েছে। তাতেও ক্রেডিট কার্ডের লেনদেনের পরিমাণ বেড়ে থাকতে পারে। অর্থাৎ ক্রেডিট কার্ডে লেনদেন বৃদ্ধির পেছনে পণ্যমূল্য বৃদ্ধির একটি বড় প্রভাব রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।