ঢাকা | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাংলাদেশ ব্যাংকের পিএসও লাইসেন্স পেলো অপটিমাম সল্যুশন

বাংলাদেশ ব্যাংকের পিএসও লাইসেন্স পেলো অপটিমাম সল্যুশন
বাংলাদেশ ব্যাংকের পিএসও লাইসেন্স পেলো অপটিমাম সল্যুশন

প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘অপটিমাম সল্যুশন এন্ড সার্ভিসেস লি. (OSSL) কে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে লাইসেন্স দিলো বাংলাদেশ ব্যাংক। এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে ‘ইজি পেমেন্ট সিস্টেম (EPS)’ ব্র্যান্ড নাম নিয়ে প্রতিষ্ঠানটি PSO হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

গত মঙ্গলবার (২৩শে আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

দেশের সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের নিকট জারীকৃত সার্কুলারটি পাঠানো হয়েছে।

পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট (PSD) এর পরিচালক কর্তৃক স্বাক্ষরিত উক্ত সার্কুলারটিতে বলা হয়েছে- “বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭(এ)(ই) ধারার ক্ষমতাবলে জারীকৃত “বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম্স রেগুলেশন-২০১৪” অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক “অপটিমাম সল্যুশন এন্ড সার্ভিসেস লিমিটেড-কে অত্র বিভাগের পিএসডি/এডিসি এন্ড এল(ওএসএসএল)/২০/২০২২-১৯০২ নং পত্রে বর্ণিত শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে “Easy Payment System (EPS)” ব্র্যান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট এখন পর্যন্ত মোট সাতটি প্রতিষ্ঠানকে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে লাইসেন্স প্রদান করেছে। ইপিএস তাদের মধ্যে একটি। এই অনুমোদনের মাধ্যমে, ইপিএস ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক লেনদেন সংক্রান্ত পরিষেবা প্রদান করতে সক্ষম হবে।

ইপিএস ডিজিটাল ফ্যাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে নতুন দিগন্ত উন্মোচন করবে। আর এ কারণেই ইপিএস এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- সকল লেনদেনের সহজ সমাধান।

এসময় ইপিএস এর প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার সাজ্জাদ বিন আহসান, জেনারেল ম্যানেজার মো: দেলোয়ার হোসেন খান রাজিব, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো: আইয়ুব খান, ওএসএসএল এর ম্যানেজিং ডিরেক্টর মো: শাহ্ আলম, চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো: তাসফিক নেওয়াজ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাফেজা আক্তার কান্তা, পরিচালক মো: বদিউজ্জামান উপস্থিত ছিলেন।

লাইসেন্স হস্তান্তরের সময় ওএসএসএল-এর চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “ইপিএস তার সকল কার্যক্রম সততা এবং স্বচ্ছতার সাথে সম্পাদন করবে এবং দেশের ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকো-সিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” এ সময় ওএসএসএল-এর ম্যানেজিং ডিরেক্টর মো. শাহ্ আলম ইপিএস এর ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন, “ডিজিটাল লেনদেনের প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও মজবুত করতেই ইপিএস বদ্ধপরিকর।”

বাংলাদেশ ব্যাংক,পিএসও লাইসেন্স,অপটিমাম সল্যুশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention