ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধে ব্যাংকগুলোকে তদারকির নির্দেশ

ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধে ব্যাংকগুলোকে তদারকির নির্দেশ
ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধে ব্যাংকগুলোকে তদারকির নির্দেশ

ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েনে কোনো গ্রাহক লেনদেন, ক্রয়-বিক্রয়সহ কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা তদারকিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

যেহেতু ব্যাংকের কার্ড দিয়ে ভার্চ্যুয়াল মুদ্রা কেনার সুযোগ থেকে যায়, সেহেতু গ্রাহক কোন খাতে টাকা ব্যয় করছেন, সে তথ্য যেন ব্যাংকগুলোর জানা থাকে। সেই পরিপ্রেক্ষিতে এই তদারকি করবে তারা।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এর আগে দেওয়া একটি পরিপত্রে ভার্চ্যুয়াল সম্পদ ও ভার্চ্যুয়াল মুদ্রার লেনদেন, বিনিময়, স্থানান্তর ও বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসা এবং এ–সংক্রান্ত যেকোনো কার্যক্রমে সহায়তা প্রদান থেকে বিরত থাকতে বলেছে।

সম্প্রতি বিভিন্ন বিদেশি ভার্চ্যুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার (ভিএএসপি) তাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বাংলাদেশে কার্যরত কোনো কোনো তফসিলি ব্যাংকের গ্রাহক হিসাব ব্যবহার করে ভার্চ্যুয়াল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি ও ফরেন কারেন্সি লেনদেন, ক্রয়-বিক্রয়, পুনঃ বিক্রয়, ব্যক্তি-ব্যক্তি বিনিময়, স্থানান্তর ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে বলে তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এমন পরিস্থিতিতে ভার্চ্যুয়াল সম্পদ ও ভার্চ্যুয়াল মুদ্রার লেনদেন এবং তাদের বিনিময়, স্থানান্তর, বাণিজ্যিক কার্যক্রম অথবা এমন যেকোনো ধরনের কাজে সহায়তা প্রদান অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করে তদারকি কার্যক্রম বাড়াতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

নতুন এই নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে দর্শনীয় স্থানে জনসাধারণের অবগতির লক্ষ্যে তাদের বোধগম্য করে নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে ওয়েবসাইটের প্রথম পাতায় বিষয়টি প্রকাশ নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের পরিপত্রের বিষয়গুলো জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত বছরের জুলাই মাসে এক বিজ্ঞপ্তিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে বিরত থাকতে বলেছিল নিয়ন্ত্রক সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আর্থিক ও আইনগত ঝুঁকি আছে, যার জন্য এখনই সরকার এ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি।

ক্রিপ্টোকারেন্সি,লেনদেন বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend