আমেরিকার ওয়াশিংটনের একটি শপিং মলে অবস্থিত অ্যাপল স্টোর থেকে কোটি কোটি টাকার আইফোন চুরি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই স্টোরের দেওয়াল কেটে দুষ্কৃতকারীরা এই কাজ করেছে বলে জানা গেছে।
মাইক অ্যাটকিনসনের টুইট অনুযায়ী, তাঁর সিয়াটল কফি গিয়ার নামক কফি শপকে কাজে লাগিয়েই আইফোন চুরি করেছে। চোরেরা নাকি ওই কফি শপের ভিতরে ঢুকে বাথরুমের দেয়াল দিয়ে একটি গর্ত কেটে, অ্যাপল স্টোরের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়।
কফি শপ থেকে কিছু চুরি না করলেও, তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ হাসিল করে। এক্ষেত্রে চোরেরা প্রায় পাঁচ লাখ ডলার সমমূল্যের ৪৩৬টি আইফোন চুরি করে।
এদিকে স্টোরের সামনে তালা ভাঙা, দরজা ভাঙ্গার মত অস্বাভাবিক কিছু না দেখতে পাওয়ায়, প্রথমে এই চুরির ঘটনা জানাজানি হয়নি। পরে সেখানকার এক কর্মী বিষয়টি দেখে পুলিশে খবর দেন। কিন্তু ক্যাফের দেওয়াল কেটে চুরি করার এই পন্থা দেখে রীতিমতো হতবাক হয়ে যায় পুলিশও। আপাতত চোরেদের খোঁজে সন্ধান চলছে।
এ বিষয়ে এখন পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।