ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাজেট ২০২৩-২৪:ল্যাপটপ-কম্পিউটারের শুল্ক ও ভ্যাট অপরিবর্তিত ,তাও দাম বাড়াচ্ছে আমদানিকারকারা

বাজেট ২০২৩-২৪:ল্যাপটপ-কম্পিউটারের শুল্ক ও ভ্যাট অপরিবর্তিত ,তাও দাম বাড়াচ্ছে আমদানিকারকারা
বাজেট ২০২৩-২৪:ল্যাপটপ-কম্পিউটারের শুল্ক ও ভ্যাট অপরিবর্তিত ,তাও দাম বাড়াচ্ছে আমদানিকারকারা

এবারের বাজেট প্রস্তাবে কম্পিউটার ও ল্যাপটপ আমদানির ওপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের কোনও ঘোষণা আসেনি। যদিও খাত সংশ্লিষ্টরা তা আশা করেছিলেন। উপরন্তু, অপারেটিং সিস্টেম ও ডাটাবেজ সফটওয়্যার আমদানিতে ২০ শতাংশ শুল্ক বৃদ্ধি এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার ফলে তারা কম্পিউটার ও ল্যাপটপের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী প্রিন্টার, টোনার কার্টিজ, ইনজেক্ট কার্টিজ, কম্পিউটার প্রিন্টারের যন্ত্রাংশ, কম্পিউটার, ল্যাপটপ, এআইও, ডেস্কটপ, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, সার্ভার, কি-বোর্ড, মাউস, বারকোড-কিউআর কোড স্ক্যানার, র‌্যাম, পিসিবিএ, মাদারবোর্ড, পাওয়ার ব্যাংক, রাউটার, নেটওয়ার্ক সুইচ, মডেম, নেটওয়ার্ক ডিভাইস হাব, স্পিকার, সাউন্ড স্টিটেম, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, পোর্টেবল এসএসডি, হার্ডডিস্ক ড্রাইভ, পেন-ড্রাইভ, মাইক্রো এসডি কার্ড, ফ্ল্যাশ মেমরি কার্ড, সিসিটিভি, মনিটর (২২ ইঞ্চি পর্যন্ত), প্রজেক্টর, ইউএসবি ক্যাবল, ডেটা-ক্যাবল, ডিজিটাল ওয়াচ, ই-রাইটিং প্যাড, বিভিন্ন ধরনের লোডেড পিসিবি’র স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান রেয়াতি সুবিধার মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন, যা আগে ২০২৪ সাল পর্যন্ত ছিল।

ল্যাপটপ-কম্পিউটারের শুল্ক ও ভ্যাট অপরিবর্তিত,তাও দাম বাড়াচ্ছে আমদানিকারকারা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention