ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ |
৩৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

মানামি ফ্যাশনস লিমিটেড বেছে নিল দেশীয় ‘গো আরএমজি ইআরপি’ সফটওয়্যার

মানামি ফ্যাশনস লিমিটেড বেছে নিল দেশীয় ‘গো আরএমজি ইআরপি’ সফটওয়্যার
মানামি ফ্যাশনস লিমিটেড বেছে নিল দেশীয় ‘গো আরএমজি ইআরপি’ সফটওয়্যার

‘গো আরএমজি ইআরপি’ সফটওয়্যার - বাস্তবায়নের জন্য সম্প্রতি স্কাইলার্ক সফট লিমিটেড এবং মানামি ফ্যাশনস লিমিটেডএর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্কাইলার্ক সফট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বি এম শরীফ এবং মানামি ফ্যাশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মহসিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

চুক্তি শেষে ফয়সাল মহসিন বলেন “গার্মেন্টস সেক্টরের উন্নয়নে অটোমেশনের বিকল্প নেই, সেই লক্ষ্যে আমরা আমাদের ব্যবসা পরিচালনায় ডিজিটাল সলিউশন পেতে দেশের অন্যতম সেরা প্রতিষ্টানের সেরা সফটওয়্যারটিই বেছে নিয়েছি। আমরা আশা করি ‘গো আরএমজি ইআরপি ব্যবহার করে আমরা আমাদের কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারবো।’’

সাভারে মানামি ফ্যাশনস লিমিটেডের কারখানায় আয়োজিত এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কাইলার্ক সফট লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এম জে আবেদিন ভূঁইয়া, সিনিয়র নির্বাহী মুহসিন হোসেন এবং মানামি ফ্যাশনস লিমিটেডের সিএফও ও কোম্পানি সচিব অমর এন মজুমদার এবং হেড অব অপারেশন আবুল কালাম আজাদ।

গো আরএমজি ইআরপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention