ঢাকা | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

টানা নবমবার “জাতীয় রপ্তানি ট্রফি”অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড

টানা নবমবার “জাতীয় রপ্তানি ট্রফি”অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড
টানা নবমবার “জাতীয় রপ্তানি ট্রফি”অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড

২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য টানা ৯ম বারের মত “জাতীয় রপ্তানি ট্রফি(স্বর্ণ) অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

গত ৮ নভেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ ট্রফি তুলে দেন, কোম্পানিটির চেয়ারম্যান ও আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম এর হাতে।

উল্লেখ্য, সার্ভিস ইঞ্জিন লিমিটেড দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ আব্দুল মোনেম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্স (বিপিও) সেবাদানকারী প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড, দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে তাদের সার্ভিস সেন্টার পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল অ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডাটা সল্যুশন, মিডিয়া প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করে।

আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দপ্তরের অটোমেশন কার্যক্রমে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

সার্ভিস ইঞ্জিন লিমিটেড,জাতীয় রপ্তানি ট্রফি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention