ঢাকা | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

মিশন ২০৪১: আমিই সল্যুশন

সরকারের সাফল্য প্রচারে শুরু হচ্ছে টিভি শো

সরকারের সাফল্য প্রচারে শুরু হচ্ছে টিভি শো
বিটিভি, চ্যানেল আইসহ বেশ কয়েকটি টিভিতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ‘মিশন ২০৪১: আমিই সল্যুশন’ নামের এই শো।ছবি: সংগৃহীত

ডিজিটাল বাংলাদেশের সাফল্য এবং স্মার্ট বাংলাদেশ ২০৪১–এর রূপকল্প প্রচারে টেলিভিশন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ‘মিশন ২০৪১: আমিই সল্যুশন’ নামের এই শোটি আগামীকাল সোমবার থেকে প্রচারের উদ্যোগ নিয়েছে এসপায়ার টু ইনোভেট–এটুআই।

আজ রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটুআই এসব তথ্য জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত প্রকল্প এটুআই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, গ্রাম-শহর, সরকার, পরিবেশ ও বিনোদন নিয়ে ৮ পর্বের অনুষ্ঠান নির্মিত হয়েছে। প্রতিটি পর্বে থাকবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সাফল্য ও চ্যালেঞ্জের গল্প। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সম্ভাবনার দিক তুলে ধরা হয়েছে। পর্বগুলোতে খাতভিত্তিক নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, উদ্ভাবক ও অংশীজনদের অংশগ্রহণে আলোচনাও থাকবে।

এটুআই জানিয়েছে, ‘মিশন ২০৪১- আমিই সল্যুশন’ শোর মাধ্যমে দেশের ভবিষ্যৎ শিক্ষা, স্বাস্থ্য, সরকার, কৃষি ও খাদ্য, শহর–গ্রাম, কর্মসংস্থান ও দক্ষতা, মিডিয়া (গণমাধ্যম) এবং অর্থনৈতিক ব্যবস্থা কেমন হতে পারে, তার ধারণা পাওয়া যাবে।

প্রতিটি পর্বের ব্যাপ্তি হবে ৩৫ মিনিট। এতে স্মার্ট বাংলাদেশ রূপকল্প ২০৪১ অর্জনের লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য ও ইতিবাচক দিক তুলে ধরা হবে।

আগামীকাল সোমবার থেকে বিটিভি, সংসদ বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, একাত্তর টিভি ও দীপ্ত টিভিতে এই শো প্রচারিত হবে। পাশাপাশি চরকি, টফি, বঙ্গ, আইস্ক্রিন, দীপ্তপ্লে, সিনেম্যাটিক, ড্রিমস্ট্রিমসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মসহ এটুআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমেও এই শো চলতি মাসজুড়ে চলবে।

শো সঞ্চালনা করেছেন এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী। এটুআইয়ের কালচার ও কমিউনিকেশনসের প্রধান পূরবী মতিনের পরিকল্পনা ও তানিম নূরের পরিচালনায় নির্মিত হয়েছে এই টিভি শো।

সরকারের সাফল্য,প্রচার,টিভি শো,স্মার্ট বাংলাদেশ,মিশন ২০৪১: আমিই সল্যুশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend