আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানান, সাকিব আল হাসানের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি চেক জালিয়াতির মামলা হয়। এ মামলায় শুনানি শেষে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেন।
অন্য আসামিরা হলেন– সাকিব আল হাসান এগ্রো ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলায় এই এগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।