করোনাভাইরাস মহামারীর মধ্যে শনিবার থেকে চারটি আন্তর্জাতিক গন্তব্যে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস।
শুক্রবার ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৭ এপ্রিল) থেকে দুবাই, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এই বেসরকারি বিমান পরিবহন সংস্থা।
প্রতিটি আন্তর্জাতিক রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় রেখে সব ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হবে জানিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, “সব ধরনের নির্দেশনা মেনেই প্রতি সপ্তাহে ঢাকা থেকে দুবাই রুটে নয়টি, মাস্কাটে সাতটি, দোহায় চারটি এবং সিঙ্গাপুরে একটি ফ্লাইট পরিচালনা করবে।”