ঢাকা | সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

নভেম্বর থেকে নেটফ্লিক্স আরও সস্তায়

নভেম্বর থেকে নেটফ্লিক্স আরও সস্তায়
নভেম্বর থেকে নেটফ্লিক্স আরও সস্তায়

দর্শক ধরে রাখতে নভেম্বর মাস থেকে বিজ্ঞাপনের চুক্তিতে সাবস্ক্রিপশনের অপশন রাখতে যাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এতে সুবিধা গ্রাহকদেরই। কারণ বিজ্ঞাপন সহ নেটফ্লিক্স সাবস্ক্রাইব করলে খরচ অনেকটাই কম পড়বে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং অস্ট্রেলিয়া সহ ১২টি দেশে এ সুবিধা চালু করবে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যে এই পরিষেবার জন্য মাসে খরচ পড়বে ৪.৯৯ পাউন্ড, অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ খরচ ৬.৯৯ ডলার।

প্রতিযোগিতা এবং জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই গ্রাহক হারাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। ২০২২ সালের প্রথম ছয় মাসে প্রায় ১০ লাখ গ্রাহক নেটফ্লিক্সকে আনসাবস্ক্রাইব করেছে।

নেটফ্লিক্স জানিয়েছে, নতুন পরিকল্পনা অনুযায়ী গ্রাহকরা প্রতি ঘণ্টায় গড়ে ৪ থেকে ৫ মিনিটের বিজ্ঞাপন বিরতি পাবেন।

এছাড়া লাইসেন্সিং বিধিনিষেধের কারণে কিছু চলচ্চিত্র এবং টিভি সিরিজ পাওয়াও যাবে না।

আস্তে আস্তে আরও অনেক দেশে বিজ্ঞাপনের এই নতুন পরিকল্পনা চালু করবে সংস্থাটি।

নেটফ্লিক্সের অনেক প্রতিদ্বন্দ্বী ইতিমধ্যেই বিজ্ঞাপন সহযোগে স্ট্রিমিংয়ের পরিকল্পনা করে ফেলেছে। ডিজনি যেমন, আগামী ডিসেম্বর থেকেই যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপনসহ পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে। তাদের মাসিক সার্ভিস চার্জ ৭.৯৯ ডলার থেকে শুরু হবে।

নেটফ্লিক্স,সস্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend