ঢাকা | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩২ |
১৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

কালো রঙের ব্রালেটে উষ্ণতা ছড়ালেন মধুমিতা

কালো রঙের ব্রালেটে উষ্ণতা ছড়ালেন মধুমিতা
কালো রঙের ব্রালেটে উষ্ণতা ছড়ালেন মধুমিতা

খোলামেলা পোশাক পরতে জুড়ি নেই টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের। টিভি সিরিয়াল দিয়ে পর্দায় অভিষেক ঘটলেও এখন নাটক-সিনেমা উভয় জায়গাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।

বিশেষ করে এই নায়িকার খোলামেলা অবতার ভক্তদের হৃদয়েও ঝড় তোলে প্রতিনিয়ত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেন নিজের একের পর এক উষ্ণতম ছবি। কখনো শাড়ি, কখনো বিকিনি আবার কখনো স্কার্টে দেখা মেলে তার।

সম্প্রতি কালো ব্রালেটে নিজের সাহসী কিছু ছবি প্রকাশ করেছেন মধুমিতা। খোলা চুলে, নজরকাড়া চাহনিতে ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছেন তিনি। নায়িকার পায়ের ট্যাটু স্পষ্ট ছিল ছবিতে।

যা দেখে ভক্তরাও একের পর এক মন্তব্যে ভাসিয়েছেন। কেউ প্রশ্ন তুলেছেন, শীত করছে না? কারো আবার মন্তব্য- সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও খোলামেলাভাবেই হাজির করছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১১ সালে স্টার জলসার জনপ্রিয় মেগাসিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর কাজ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে।

কালো,ব্রালেটে,মধুমিতা,খোলামেলা পোশাক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend