দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহনকে উৎসায়িত করতে এবং নারী উদ্যেক্তাদের দক্ষতা উন্নয়নে প্রযুক্তিপন্য ব্যবহারকে সহজ করতে MSI ল্যাপটপের উপর বিশেষ অফার ঘোষনা করছে এমএসআইয়ের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান হোয়াইটশেল ।
দেশের ডিজিটাল অর্থনীতিতে বিশেষ করে ই-কমার্সে নারীর অংশগ্রহন উৎসাহ ব্যপক , দেশীয় ই-কমার্সে ৭২% ই নারী , আর ডিজিটাল ই-কমার্স পরিচালনায় ডিজিটাল ডিভাইস বিশেষ করে ল্যাপটপ খুবই প্রয়োজনীয় একটি পন্য , নিয়মিত ব্যবসায়িক কর্মকান্ড, হিসাব নিকাশ, ফটো এডিট ,কন্টেন্ট তৈরী ইত্যাদিতে ল্যাপটপের ব্যবহার গুরুত্বপূর্ন।
কারন বানিজ্যিকভাবে ব্যবহার করতে গেলে সবকিছুই মোবাইলে সম্ভব হয় না । তাদের প্রয়োজনের কথা মাথায় রেখেই হোয়াইটশেলের এই ঘোষনা ।
হোয়াইটশেলের প্রধান নির্বাহী পরিচালক হাবিবা নাসরিন বলেন-দেশের এই উদীয়মান সেক্টরের ক্ষুদ্র উদ্যেক্তাদের অংশগ্রহন কে জোরদার করা প্রয়োজন , প্রয়োজন তাদেরকে দক্ষ ও শক্তিশালী করে তোলা , কেননা ডিজিটাল ইকোনমিতে তাদের অবদান অনস্বীকার্য। ডিজিটাল ইকোনমিতে নারী অংশগ্রহন জোরদার করতে আমাদের এই আয়োজন।
এই অফারে থাকছে MSI ল্যাপটপের বিভিন্ন মডেলের উপর ১০% পর্যন্ত ছাড় সহ পন্য ব্যবহার প্রশিক্ষনের সুযোগ। বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকছে কিস্তির সুবিধা , এই অফার চলবে কোরবানী ইদের আগের দিন পর্যন্ত ।
বিস্তারিত জানতে ব্রাউজ করুন www.whiteshell.co অথবা ফোন করুন-০১৮৮৯৯৮৩৬৪৭