ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

কার্নিভাল অ্যাসিউর এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

কার্নিভাল অ্যাসিউর এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর
কার্নিভাল অ্যাসিউর এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং কার্নিভাল অ্যাসিউর সম্প্রতি একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। মাইক্রো হেলথ ইন্স্যুরেন্সের জনপ্রিয়তা সামনে রেখে এই যৌথ উদ্যোগটি অলটারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল ইন্স্যুরেন্স পণ্য আকর্ষণীয় দামে গ্রাহকদের প্রদান করবে।

শেখ রকিবুল করিম, এফসিএ, ভারপ্রাপ্ত সিইও, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মহিউদ্দিন রাস্তি মোরশেদ, সিইও, কার্নিভাল অ্যাসিউর তাদের কোম্পানির পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।

কার্নিভাল অ্যাসিউর এর পক্ষ থেকে ইমতিয়াজ নূর সাদী, লিড অফ প্রডাক্ট; রাহাত আমজাদ, লিড অফ পার্টনারশিপ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে শামীম আহমেদ, চিফ অপারেটিং অফিসার; ইয়াসিন আরাফাত, হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি; শাহরিয়ার আকন্দ, কি লিড, ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি এবং আরিফুল হক, এভিপি, ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কার্নিভাল অ্যাসিউর,গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend