ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

আনুষ্ঠানিক যাত্রা শুরু করল OhSoGo.com

আনুষ্ঠানিক যাত্রা শুরু করল OhSoGo.com
আনুষ্ঠানিক যাত্রা শুরু করল OhSoGo.com

সম্প্রতি আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিগত যত্নসংক্রান্ত ব্র্যান্ড পণ্যের ই-কমার্স সাইট OhSoGo.com-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শতভাগ আসল পণ্য আর সবচেয়ে দ্রুত ডেলিভারির নিশ্চয়তা নিয়ে OhSoGo.com গত এপ্রিলে অনানুষ্ঠানিক যাত্রা শুরু করে।

প্রথম থেকেই গ্রাহকদের আস্থা অর্জনে সচেষ্ট এই সাইট। এখন প্রতিদিনই নিয়ে আসছে নিত্য নতুন আন্তর্জাতিক পণ্য। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভেনচুরি পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক রিশিকা চান্দা বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশেষ করে স্কিন ও পার্সোনাল কেয়ার পণ্যের চাহিদা তৈরি হয়েছে, তার সঙ্গে বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব। এসব কিছুর কারণে আমরা বিনিয়োগে উদ্বুদ্ধ হয়েছি।’

অনুষ্ঠানে OhSoGo.com-এর সিওও জাহিদুল ইসলাম বলেন, ‘অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বিউটি ও পার্সোনাল কেয়ার প্রডাক্টের ব্যাপক চাহিদা আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই ক্রেতারা অনেক বেশি দাম দিয়েও আসল পণ্য পান না। আমরা এমন এক মার্কেটপ্লেস, যেখানে দেশের যেকোনো প্রান্তের ক্রেতা একদম সঠিক দামে শতভাগ আসল পণ্য পাবেন।’

OhSoGo.com
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend