ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

গেমিং পেরিফেরাল এর পাশাপাশি অ্যাসুস সিপিউ কুলার এখন বাংলাদেশে

গেমিং পেরিফেরাল এর পাশাপাশি অ্যাসুস সিপিউ কুলার এখন বাংলাদেশে
গেমিং পেরিফেরাল এর পাশাপাশি অ্যাসুস সিপিউ কুলার এখন বাংলাদেশে

মাদারবোর্ড,মনিটর, গ্রাফিক্সকার্ড ছাড়াও কম্পিউটার মার্কেটে অ্যাসুস সরবরাহ করছে মিড টু হাই রেঞ্জ এর সিপিউ কুলার যাকে আমরা লিকুউইড কুলার নামেও চিনে থাকি। গেমিং সিরিজের ROG এবং TUF সিরিজের মাদারবোর্ড, গ্রাফিক্সকার্ড এর পার্ফমেন্স যেমন আপ টু দ্যা মার্ক ঠিক একই ভাবে কুলারগুলোর পার্ফমেন্স সমমানের। অ্যাসুসের লাইন-আপে ২৪০, ২৮০ এবং ৩৬০মি.মি- এর ৩ সাইজের লিকুইড কুলার পাওয়া যাচ্ছে।

২৪০ মি.মি. এর, TUF Gaming LC 240 ARGB all-in-one liquid CPU cooler with Aura Sync, ROG STRIX LC 240 RGB , ASUS ROG STRIX LC 240 RGB WE, ROG STRIX LC II 240 ARGB WHITE EDITION, ROG RYUO 240 with OLED display Cooler এই কুলার গুলো এভেইলেভেল।

২৮০ মি.মি. এর জন্য ASUS ROG STRIX LC II 280 ARGB//AIO COOLER, SIGRID এবং ৩৬০ মি.মি. এর জন্য মি.মি. ASUS ROG RYUJIN II 360, ASUS ROG RYUJIN 360MM AIO COOLER, Asus ROG STRIX LC II ARGB 360 এভেইলেভেল।

রাইজান সিরিজের কুলারগুলোর ওয়াটার ব্লকে আপনি কাস্টম ডিসপ্লে সেট করতে পারবেন (যেকোনো ইমেজ , GIF). সাথে পাচ্ছেন র্যাXডিয়াটরে Noctua ফ্যান। আপনি যদি ফুল হোয়াইট পিসি বিল্ড করতে চান, তাহলে ASUS ROG STRIX LC 240 RGB WE, ASUS ROG STRIX LC II 240 RGB WE এর লিকুইড কুলার ব্যবহার করতে পারবেন।

কুলারগুলোর দাম ১৩,৫০০ থেকে শুরু। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর যেকোনো শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে কুলারগুলো পাওয়া যাচ্ছে।

গেমিং পেরিফেরাল,অ্যাসুস,সিপিউ কুলার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend