ঢাকা | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাজারে এসেছে সাশ্রয়ী মূল্যে লেনোভো কোর-আইসেভেন ল্যাপটপ

বাজারে এসেছে সাশ্রয়ী মূল্যে লেনোভো কোর-আইসেভেন ল্যাপটপ
বাজারে এসেছে সাশ্রয়ী মূল্যে লেনোভো কোর-আইসেভেন ল্যাপটপ

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত লেনোভো নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে একাদশ প্রজন্মের আইডিয়াপ্যাড স্লিম থ্রী কোর-আইসেভেন ল্যাপটপ ।

শিক্ষার্থী ও তরুণদের ক্রয়ক্ষমতা এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী এই ল্যাপটপটি বাজারে নিয়ে আসা হয়েছে।

১৫.৬ ইঞ্চি ফুল এইচডি এন্টি গ্লেয়ার ডিসপ্লের এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ ৪.৭ গিগাহার্জ ইন্টেল কোর আইসেভেন-১১৬৫জি৭ প্রসেসর, ইন্টেগ্রেটেড ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স, ৫১২ জিবি এনভিএমই এসএসডি এবং ৮ জিবি ডিডিআরফোর র‍্যাম যা ২টি স্লট থাকার কারনে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে ১৬ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেয়া যাবে ।

এছাড়াও রয়েছে প্রাইভেসি শাটারযুক্ত ৭২০পি এইচডি ওয়য়েবক্যাম, টিপিএম ২.০ সিকিউরিটি চিপ, ব্যাকলিড কি-বোর্ড, ডলবি অডিও স্টেরিও স্পিকারস, ব্লুটুথ এবং ওয়য়াইফাই সহ আরো নানা ফিচার।

মাত্র ৮০ হাজার ৫০০ টাকায় দুই বছরের ওয়্যারেন্টিসহ লেনোভোর এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড-এর অনুমোদিত সকল ডিলার হাউজে।

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৯১৫৪৭৬৩৪০

লেনোভো,কোর-আইসেভেন,ল্যাপটপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend