ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

ম্যাকবুক এয়ারের ডিজাইন আদলে রিয়েলমি বুক!

ম্যাকবুক এয়ারের ডিজাইন আদলে রিয়েলমি বুক!
ম্যাকবুক এয়ারের ডিজাইন আদলে রিয়েলমি বুক!

গত জুলাই থেকে রিয়েলমি তাদের রিয়েলমি বুক ল্যাপটপের টিজার প্রকাশ করে আসছে। অবশেষে আগামী ১৮ আগস্ট উন্মোচিত হবে ল্যাপটপটি। খবর জিএসএম এরিনা।

১৮ আগস্ট চীনের স্থানীয় সময় বিকাল ৩টায় রিয়েলমি বুক উন্মোচিত হবে বলে জানিয়েছে কোম্পানিটি। একইদিন ভারতের বাজারে উন্মোচিত হবে রিয়েলমি জিটি সিরিজ। তবে রিয়েলমি বুক কি শুধুমাত্র চীনের নাকি বিশ্বব্যাপী পাওয়া যাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ল্যাপটপটির বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও ফাঁস হওয়া ও অফিশিয়াল ছবি থেকে দেখা গেছে ল্যাপটপটির ডিজাইন অনেকটা অ্যাপলের ম্যাকবুক এয়ারের মতো। এতে ৩:২ অ্যাসপেক্ট রেশিওর ২কে ডিসপ্লে ব্যবহার করা হবে। থাকবে ইন্টেলের ১১ প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসর।

নীলসহ একাধিক রঙে বাজারে আসবে রিয়েলমি বুক। এর পাওয়ার বাটনের সাথেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ইউএসবি-সি পোর্টের মাধ্যমে চার্জ হবে রিয়েলমি বুক। থাকবে ব্যাকলিট কিবোর্ড।

রিয়েলমি বুক,ম্যাকবুক এয়ার,realme book
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend