ঢাকা | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

অরাস গেমার্স নাইট ২০২১ অনুষ্ঠিত

অরাস গেমার্স নাইট ২০২১ অনুষ্ঠিত
অরাস গেমার্স নাইট ২০২১ অনুষ্ঠিত

সম্প্রতি জমকালো আয়োজনের মাধ্যমে ঢাকার একটি স্থানীয় হোটেলে গিগাবাইট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘অরাস গেমার্স নাইট ২০২১’। অনুষ্ঠানে গিগাবাইটের অরাস ও ভিশন জেড৫৯০ সিরিজের মাদারবোর্ড এবং নতুন মডেলের ইন্টেল দশম প্রজন্মের ল্যাপটপ উন্মোচন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে কসপ্লে ও প্রযুক্তির ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

গিগাবাইটের নুতন মাদারবোর্ড ও ল্যাপটপ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও স্মার্ট টেকনোলজিসের পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল বেরুনী সুজন, বিসিএস পরিচালক মোশারফ হোসেন সুমন, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, গিগাবাইট পণ্য ব্যবস্থাপক তানজিম চৌধুরী এবং বাংলাদেশ বাইকিং কমিউনিটির কাজী নাওরিন।

গিগাবাইট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend