ঢাকা | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

এইচবিও ম্যাক্সে আসছে গেম অব থ্রোনসের ফোরকে

এইচবিও ম্যাক্সে আসছে গেম অব থ্রোনসের ফোরকে
এইচবিও ম্যাক্সে আসছে গেম অব থ্রোনসের ফোরকে

আগামী আগস্ট মাসে এইচবিও ম্যাক্সে দেখা যাবে গেম অব থ্রোনসের ফোরকে এইচডিআর সংস্করণ।

ফলে ব্যবহারকারীরা ৮টি সিজনের সবকটিই ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস সমর্থনসহ স্ট্রিম করতে পারবেন। খবর দ্য ভার্জ।

২১ আগস্ট দেখা যাবে হাউস অব দ্য ড্রাগন সিরিজের প্রিমিয়ার। ফলে তার আগেই দর্শকরা আরেকটি সিরিজ নিয়ে মেতে থাকার সুযোগ পাচ্ছেন।

যারা এইচবিও ম্যাক্সে বিজ্ঞাপনবিহীন প্ল্যান তথা মাসে ১৪.৯৯ ডলার বা বছরে ১৪৯.৯৯ ডলারের প্যাকেজে সাবস্ক্রাইব করেছেন তারা এই নতুন ফরম্যাটের অ্যাক্সেস পাবেন। সৌভাগ্যবশত তাদেরকে ফোরকে সিরিজ দেখতে হাউজ অব ড্রাগনের জন্য অপেক্ষা করতে হবে না।

ইতিমধ্যেই গেম অব থ্রোনসের ফোরকে সংস্করণ ব্লুরেতে দেখা যাচ্ছে। আর ব্লুরেতে দেখার ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধাও রয়েছে। যদিও এর জন্য গ্রাহকদের বাড়তি ১৫০ ডলার খরচ করতে হবে।

এইচবিও ম্যাক্স,গেম অব থ্রোনস,ফোরকে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend