ঢাকা | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ |
২৩ °সে
|
বাংলা কনভার্টার
walton

আয়োজিত হচ্ছে ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট, রয়েছে ৫০ হাজার টাকার পুরস্কার

আয়োজিত হচ্ছে ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট, রয়েছে ৫০ হাজার টাকার পুরস্কার
আয়োজিত হচ্ছে ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট, রয়েছে ৫০ হাজার টাকার পুরস্কার

রেজার এবং স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই বছর আয়োজন করলো ‘রেজার ভ্যালরেন্ট কাপ’ শীর্ষক সর্ববৃহৎ ভ্যালরেন্ট টুর্নামেন্ট।

৫০ হাজার টাকা প্রাইজপুলের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দেশের ১২৮টি দল। সেখানে লাগবে না কোন রেজিস্ট্রেশন ফি। এই অনলাইন টুর্নামেন্টে প্রতিটি টিমে সদস্য সংখ্যা ৬ জন। ১২৮টি টিমে বিভক্ত থাকবে ৭৬৮ জন প্লেয়ার। এলিমিনেশন রাউন্ডের পর সেরা ৩২টি টিম নিয়ে শুরু হবে মূল টুর্নামেন্ট।

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী দল যথাক্রমে জিতবে ২৫, ১৫ এবং ১০ হাজার টাকা।

টুর্নামেন্ট অংশ নিতে হলে আগামী ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৫ সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। টুর্নামেন্ট চলবে সেপ্টেম্বর মাস ব্যাপী। রেজিস্ট্রেশন এবং টুর্নামেন্ট সম্পর্কিত তথ্য জানতে পারবেন স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ওয়েবসাইট থেকে https://www.startech.com.bd/?fbclid=IwAR2RA7S-kzPrDB24dI3OCG698rshtB17ksktWw2F1w5pTF1c1luGUdXsbk0.

৩০ দিন ব্যাপী এই অনলাইন টুর্নামেন্টের অরগেনাইজার এবং কমিউনিটি পার্টনার হিসেবে থাকবে স্টার টেক গেমিং লিজিয়ন।

ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend