ঢাকা | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ |
১৫ °সে
|
বাংলা কনভার্টার

আকাশ ডিজিটাল টিভি সংযোগ এখন ২,৯৯৯ টাকায়

আকাশ ডিজিটাল টিভি সংযোগ এখন ২,৯৯৯ টাকায়
আকাশ ডিজিটাল টিভি সংযোগ এখন ২,৯৯৯ টাকায়

দেশের একমাত্র ডিটিএইচ সেবা প্রদানকারী আকাশ ডিজিটাল টিভি গ্রাহকদের জন্য আকর্ষণীয় এক অফার ঘোষণা করেছে। এখন ১২ মাসের স্ট্যান্ডার্ড প্যাক রিচার্জে আকাশ ডিজিটাল টিভির নতুন সংযোগ কেনা যাবে মাত্র ২,৯৯৯ টাকায়।

এক্ষেত্রে এক হাজার ৮০০ টাকা মূল্যছাড় পাবেন ক্রেতারা।

এছাড়া ৬,৩ ও ১ মাসের রিচার্জসহ নতুন সংযোগ কেনার সাথেও রয়েছে বিশেষ মূল্যছাড়।

গ্রাহকরা ৬ মাসের রিচার্জে মোট ১ হাজার ৩০০ টাকা এবং ৩ মাসের রিচার্জে মোট ১ হাজার ১০০ টাকা সাশ্রয় করতে পারবেন। সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টিসহ ফ্রি হোম ডেলিভারি এবং ইনস্টলেশন।

অফারটি চলবে আগামী ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত। সহজে অফারটি পেতে আপনার নিকটস্থ আকাশ রিটেইল পয়েন্টে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন www.akashdth.com বা কল করুন ১৬৪৪২ নম্বরে।

আকাশ ডিজিটাল,২,৯৯৯ টাকায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend