ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
২৩ °সে
|
বাংলা কনভার্টার
walton

চলছে ‘ইয়ার-এন্ড সারপ্রাইজ’

চলছে ‘ইয়ার-এন্ড সারপ্রাইজ’
চলছে ‘ইয়ার-এন্ড সারপ্রাইজ’

অপো প্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে একটি ‘ইয়ার-এন্ড সারপ্রাইজ’ ঘোষণা করেছে ‘অপো’। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত, অপো এ৭৭ এর সিরিজটি কিনলে, প্রত্যেক ডিভাইস ক্রয়ে গ্রাহকরা কমপ্লিমেন্টারি হিসেবে একটি স্পেশাল এডিশন ব্যাকপ্যাক পাবেন।

শক্তিশালী ফিচার, প্রিমিয়াম ডিজাইন এবং আকর্ষণীয় চার্জিং সক্ষমতার কারণে গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে অপো এ৭৭। সামগ্রিকভাবে গ্রাহকদের ইউজার এক্সপেরিয়েন্স বৃদ্ধি করা এবং মৌসুমকে আরও স্মরণীয় করে তোলার লক্ষ্যে এ সারপ্রাইজের আয়োজন করা হয়েছে।

৭.৯৯ মিলিমিটার আল্ট্রা-স্লিম বডির সঙ্গে অপো এ৭৭-তে রয়েছে একটি অনন্য মসৃণ প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন। এই ডিভাইসটিতে রয়েছে সকল ক্লাস ও ডিজাইনের সমন্বয়। এর সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার ডিভাইসটিকে সহজে এবং এক হাতে ব্যবহারের সুবিধা প্রদান করে।

৩৩-ওয়াট সুপারভুক-এর সাহায্যে ফোনটিকে নিশ্চিন্তে চার্জ করুন। কেননা এর উন্নত চার্জিং প্রযুক্তি আপনার দিনের যে কোনো সময় কোনো বিলম্ব ছাড়াই ফোনটিকে প্রস্তুত রাখে।

ইয়ার-এন্ড সারপ্রাইজ,অপো,অপো এ৭৭
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend