ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

‘হ্যালো বৈশাখে’ ৭,০০০ টাকা পর্যন্ত ছাড় মটোরোলা মোবাইলে

‘হ্যালো বৈশাখে’ ৭,০০০ টাকা পর্যন্ত ছাড় মটোরোলা মোবাইলে
‘হ্যালো বৈশাখে’ ৭,০০০ টাকা পর্যন্ত ছাড় মটোরোলা মোবাইলে

স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা এপ্রিল মাসে নতুন কনজ্যুমার ক্যাম্পেইন ‘হ্যালো বৈশাখ’ চালু করেছে। বৈশাখ মাস উপলক্ষে এপ্রিল মাস জুড়ে চলবে এই ক্যাম্পেইনের ‘মটো পকেট গরম’ অফার।

অফারের আওতায় মটোরোলার স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন ৭০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক অথবা একটা কিনলে একটা মটোরোলা স্মার্টফোন!

ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মটোরোলা স্মার্টফোন কেনার পর মেসেজ অপশনে গিয়ে মোটো (moto) লিখে স্পেস দিয়ে আইএমইআই (IMEI) নম্বর লিখে স্পেস দিয়ে আরটি কোড (RT Code) দিয়ে পাঠাতে হবে ১৬২৪২ নম্বরে। ফিরতি মেসেজে ক্রেতা পাবেন ১২ মাসের ই-ওয়ারেন্টি কনফার্মেশনসহ নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার।

বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, আমরা স্মার্ট ফোনপ্রেমীদের জন্য নিয়ে এসেছি ‘হ্যালো বৈশাখ’ অফার। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ‘মটো পকেট গরম’ অফার উপভোগ করতে পারবেন। ক্রেতারা প্রতিটি কেনাকাটার বিপরীতে যে উপহার পাবেন তা সত্যিই আকর্ষণীয়। অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারিতেও থাকছে চমক।‘

এছাড়া লকডাউনে ক্রেতারা এখন ঘরে বসেই এখন অরিজিনাল মটোরোলা ডিভাইস কিনতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম সেলেক্সট্রা ডটকম ডটবিডি (www.salextra.com.bd) থেকে।

হ্যালো বৈশাখ,মটোরোলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend