ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
১৫ °সে
|
বাংলা কনভার্টার

পুরনো স্মার্টফোন বদলে নিন নতুন মটোরোলা ফোন

পুরনো স্মার্টফোন বদলে নিন নতুন মটোরোলা ফোন
পুরনো স্মার্টফোন বদলে নিন নতুন মটোরোলা ফোন

মোবাইল হ্যান্ডসেটের চাহিদা মাথায় রেখে মটোরোলা বাংলাদেশ দেশের বাজারে ইতিমধ্যে বেশ কয়েকটি মডেলের ফোন নিয়ে এসেছে৷

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তির বাজারে আসছে পরিবর্তন, যোগ হচ্ছে নতুন সব ফিচারস, নতুন অভিজ্ঞতা। নিত্য নতুন এই পরিবর্তনের জোয়ারে হাতের স্মার্টফোনটি বদলে সময়ের সেরা ফোন নিতে কে না চাইবে।

এবার পুরনো স্মার্টফোন বদলে নতুন হ্যান্ডসেট কেনার বাড়তি আনন্দ এনে দিচ্ছে মটোরোলা বাংলাদেশ এবং সোয়াপ (Swap) আপনার ব্যবহৃত যেকোন স্মার্টফোন নিয়ে চলে আসুন সোয়াপে। বুঝে নিন মটোরোলার নতুন স্মার্টফোন৷ সঙ্গে নির্দিষ্ট মডেলের উপর পেয়ে যাবেন হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়।

অফারটি মটো জি৯ প্লে, মটো জি৯ প্লাস এবং মটো ই৭ প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। বিস্তারিত জানতে কল করা যাবে ০১৮৮০০৮৮৫৫৩ এই নম্বরে।

পুরনো স্মার্টফোন,মটোরোলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend