ঢাকা | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ |
১৪ °সে
|
বাংলা কনভার্টার

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’
ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’

ঈদুল ফিতর উপলক্ষ্যে ওয়ালটন মোবাইল দিচ্ছে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ‘ঈদ সালামি’। প্রতিষ্ঠানটির ‘প্রিমো আরএক্সএইট’ এবং ‘প্রিমো এনএফফাইভ’ মডেলের স্মার্টফোনে এ সুবিধা মিলছে।

ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ওই ফোন দুটির দাম যথাক্রমে ১৫,৫৯৯ এবং ৯,৬৯৯ টাকা। ‘ঈদ সালামি’ পেতে স্মার্টফোন কেনার পর মেসেজ অপশনে গিয়ে বিও লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই (ওগঊও) নাম্বার লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হবে। গ্রাহক বিক্রেতার কাছ থেকে তাৎক্ষণিকভাবে তা সংগ্রহ অথবা মোবাইলের দামের সঙ্গে সমন্বয় করতে পারবেন। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট ই-প্লাজা থেকে হ্যান্ডসেট কেনায় ‘ঈদ সালামি’ মিলবে।

উল্লেখ্য, বাংলাদেশে নিজস্ব কারখানায় তৈরি ওয়ালটন স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে। আছে ইএমআই সুবিধা।

ঈদ সালামি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend