ঢাকা | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

অনূর্ধ্ব ১৬ টিকটকাররা প্রাইভেট হয়ে গেছে!

অনূর্ধ্ব ১৬ টিকটকাররা প্রাইভেট হয়ে গেছে!
অনূর্ধ্ব ১৬ টিকটকাররা প্রাইভেট হয়ে গেছে!

যেসব টিকটক ব্যবহারকারী বা টিকটকারদের বয়স ষোলরও কম, তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে পাবলিক (উন্মুক্ত) থেকে প্রাইভেট (ব্যক্তিগত) করে দেয়া হয়েছে।

চীনভিত্তিক বহুল জনপ্রিয় এই অ্যাপটিতে শিশু-কিশোরদের নিরাপত্তা বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এসব অ্যাকাউন্টে ১৩ থেকে ১৫ বছর বয়সী যারা যুক্ত আছে, কেবল তারাই সেসবের ভিডিও দেখতে বা প্রতিক্রিয়া জানাতে পারবে: অন্যরা এ সুযোগ পাবে না।

টিকটকের প্রাইভেসি বিভাগের প্রধান ইলানি ফক্স জানিয়েছেন, ব্যক্তিগত গোপনীয়তা আরো সুসংহত করার ফলে অনেকেই (টিকটকে) আগ্রহী হবে এবং এই অনলাইন যাত্রায় সচল হবে।

অনূর্ধ্ব ১৬ টিকটকাররা প্রাইভেট হয়ে গেছে!
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend