ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

যাত্রিবাহী গাড়ি আনচ্ছে অ্যাপল

যাত্রিবাহী গাড়ি আনচ্ছে অ্যাপল
যাত্রিবাহী গাড়ি আনচ্ছে অ্যাপল

২০২৪ সাল নাগাদ বাজারে যাত্রিবাহী গাড়ি আনতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল অবশ্য ব্যাটারি প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে শক্তি খরচ কম হবার এই গাড়ি সংবাদে মোটেই বিচলিত নয় জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন

অপরদিকে স্বচালিত গাড়ি তৈরি করতে আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির সঙ্গে এখনো কোনো আলোচনা বা চুক্তি না হলেও অংশীদারিত্বে উদার অবস্থান ব্যক্ত করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান মোটরস

অ্যাপল গাড়ি তৈরি বিষয়ে ভক্স ওয়াগানের প্রধান নির্বাহী হার্বার্ড ডাইস এক সাক্ষাৎকারে বলেছেন, “গাড়ি শিল্প একটি সাধারণ প্রযুক্তি খাত নয় যা আপনি এক ধাক্কায় দখল নিতে পারেন। অ্যাপল রাতারাতি এটা করতে পারবে না। যদিও অ্যাপলের পরিকল্পনা সর্বজনীন নয়, অবশ্য উদ্দেশ্যযৌক্তিক কারণ কোম্পানির ব্যাটারি, সফটওয়্যার এবং নকশা দক্ষতা কাজে লাগাতে চাইবে তারা। সব মিলিয়ে এখনো ভয় পাওয়ার কিছু নেই।

আর নিশানের জনৈক মুখপাত্র জানিয়েছেন, অ্যাপেল ব্র্যান্ডেড গাড়ি অ্যাসেম্বেল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। অবশ্য সেই আলোচনা উর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে পৌঁছেনি। তবে নিসান সবসময় শিল্প রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহযোগিতা এবং অংশীদারিত্বের প্রশ্নে উদার বলে জানিয়েছেন তিনি

তবে এরই মধ্যে স্বয়ক্রিয় বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর কোম্পানির সঙ্গে অ্যাপলের চুক্তির খবর চাউর হওয়ায় তা বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছে

অ্যাপল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend