ঢাকা | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা কনভার্টার
walton

City IT Mega Fair 2025: গ্রাহকদের আকৃষ্ট করছে Global Brand-এর বহুবিধ ব্র্যান্ড অফার

City IT Mega Fair 2025: গ্রাহকদের আকৃষ্ট করছে Global Brand-এর বহুবিধ ব্র্যান্ড অফার

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এর দ্বিতীয় দিন প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বাসমুখর। দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য ডিস্ট্রিবিউটর Global Brand PLC তাদের পাঁচটি স্টলে প্রদর্শন করছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের আকর্ষণীয় পণ্য ও বিশেষ অফার, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ASUS স্টলে চলছে বিশেষ এনগেজমেন্ট ক্যাম্পেইন, যেখানে দর্শনার্থীরা যেকোনো গ্যাজেট নিয়ে ছবি তুলে শেয়ার করলেই অংশ নিতে পারছেন পুরস্কার জয়ের সুযোগে। ঠিক পাশেই Lenovo স্টলে Authorized Intel Laptop ক্রয়ে প্রসেসর অনুযায়ী ১,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত শপিং ভাউচার প্রদান করা হচ্ছে—যা ক্রেতাদের জন্য দারুণ মূল্য সংযোজন।

নেটওয়ার্কিং পণ্য নির্মাতা Cudy তাদের স্টলকে রূপ দিয়েছে ‘Cashback Zone’ এ। নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ২০% পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি থাকছে ফ্রি টি-শার্ট, বিশেষ গিফট এবং লাইভ ডেমো সেশন। অন্যদিকে Vention স্টল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে Buy 1 Get 1 Free, মূল্য ছাড় এবং সারপ্রাইজ গিফটের মাধ্যমে।

পেশাদার অডিও পণ্যে সুপরিচিত জার্মান ব্র্যান্ড Thonet & Vander তাদের স্পিকার, সাউন্ডবার ও নেকব্যান্ড পণ্যে দিচ্ছে বিশেষ Buy 1 Get 1 Free অফার, সঙ্গে রয়েছে অতিরিক্ত পুরস্কার জয়ের সুযোগও।

এবারের মেলায় বিশেষ আকর্ষণ তৈরি করেছে Rapoo। ব্র্যান্ডটি আয়োজন করেছে “500 Series Mega Offer”, যেখানে দর্শনার্থীরা Hit & Score গেমে 500 স্কোর অর্জন করলে জিতে নিতে পারবেন Rapoo 500 Series Keyboard & Mouse। Near-500 স্কোরেও থাকছে গিফট। জনপ্রিয় Rapoo M10 Wireless Mouse পাওয়া যাচ্ছে মাত্র ৫০০ টাকায়, যা দর্শকদের মাঝে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করেছে।

মেলার আয়োজনস্থল আইডিবি ভবনে সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। যেহেতু বেশিরভাগ অফার সীমিত স্টক ভিত্তিক, তাই ৮–১৩ ডিসেম্বর পর্যন্ত চলমান।

City IT Mega Fair 2025,Global Brand,অফার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়